ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের পক্ষ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে সিন্ডিকেট সভায় ইতোমধ্যে সেই বিষয়ে আলোচনা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, নীল দলের পক্ষ থেকে যে দাবি উত্থাপন করা হয়েছে সিন্ডিকেট সভায় আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। আবাসিক হলে শিক্ষার্থীরা যাতে উঠতে পারেন সে বিষয়ে নীতিমালা দেয়া হয়েছে।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে সংস্কারের চেষ্টা করছি। ভবিষ্যতে জোর করে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে গণরুমের সংস্কৃতি বাদ দেয়ার জন্য আমরা কাজ করছি।
শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ভিসি বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো গাফিলতি ছিলো না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আট সপ্তাহের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।