ঢাকা শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সব বয়সের সবার জন্য উন্মুক্ত ঢাবির মাস্টার্স 

শিক্ষা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ২৫ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

সব বয়সের সবার জন্য উন্মুক্ত ঢাবির মাস্টার্স 

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ সব বয়সের সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে চলতি শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে ইউজিসি অনুমোদিত দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ঢাবিতে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ভর্তিতে প্রার্থীর বয়সের কোনো সীমারেখা থাকবে না। তবে স্নাতক, এসএসসি এবং এইচএসসি ফলের ভিত্তিতে সব বয়সের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

জানা গেছে, শিক্ষার্থীকে ভর্তি হতে স্নাতকের ফলাফল সর্বনিম্ন ৩ দশমিক ২৫ (সিজিপিএ ৪ এর মধ্যে) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা নির্দিষ্ট অনুষদের নির্ধারিত ডিগ্রির সমতার মাধ্যমে ভর্তি আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর আসন ফাঁকা থাকলে বিভাগ-ইনস্টিটিউটগুলো ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করবে। পরে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ভর্তিতে প্রার্থীর বয়সের কোনো সীমারেখা না থাকলেও স্নাতকোত্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসিক হলে আসন পাবেন না। তবে এ নিয়ম বিদেশি শিক্ষার্থীদের জন্য নয়। 
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি গত বছর ৩০ আগস্ট এক সভায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য অনুমোদিত শিক্ষার্থীদের জন্য নিয়মিত মাস্টার্স বা স্নাতকোত্তরের সুপারিশ করে। সেই বছরের ১ নভেম্বর তা চূড়ান্ত করা হয়।

এর আগে একাধিকবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উচ্চশিক্ষায় বয়সের বাধা তুলে দেয়ার কথা বলেছিলেন। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছিলেন। 

জনপ্রিয়