ঢাকা বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গর্ব করতে পারে

শিক্ষা

আমাদের বার্তা, চবি

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ মে ২০২৫

সর্বশেষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গর্ব করতে পারে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গর্ব করতে পারে। একটি আমি পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, আরেকটি গ্রামীণ ব্যাংকের জন্য। কারণ, গ্রামীণ ব্যাংকের জন্মও এই বিশ্ববিদ্যালয়ে।’

বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন ‘বর্তমান অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি নয়’, ‘আমরা ব্যবসাকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি। এটা আত্মঘাতী, টিকবে না। আমাদেরকে নতুন সভ্যতা গড়তে হবে।’

আরো পড়ুন: চবির ৫ম সমাবর্তনে ৭৫ জনকে পিএইচডি-এমফিল ডিগ্রি প্রদান

ড. ইউনূস বলেন, ‘আমরা যে বিশ্ব গড়তে চাই, সেই ক্ষমতা আমাদের আছে। সব মানুষেরই আছে। কিন্তু গৎবাঁধা পথে চলে যাই বলেই আমরা নতুন পৃথিবীর কথা চিন্তা করি না।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭২ খ্রিষ্টাব্দে আমি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিই। ১৯৭৪ খ্রিষ্টাব্দে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। মানুষের কষ্ট দেখে তাদের জন্য কিছু করার ভাবনা থেকেই ক্ষুদ্রঋণের ধারণা আসে। কখনো ভাবিনি যে একদিন এর জন্য নোবেল পুরস্কার পাব।’

আরো পড়ুন: ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গবেষকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘মনে রাখতে হবে, আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণার জন্য নিয়োজিত নই, পুরো বিশ্বকে মনের মতো করে সাজানোর জন্য, বানানোর জন্য আমাদের নিয়োজিত হতে হবে। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে, তাহলে তা গন্তব্যবিহীন গবেষণা হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে। আমি যেভাবে বলেছি সেভাবে গড়তে হবে এমন কোনো কথা নেই। আমি আমার কথা বলে যাচ্ছি, অন্যরা অন্যদের কথা বলবে। কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে যে, আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষাব্যবস্থা চাই, মনের মাধুরী মিশিয়ে এগুলো আমাকেই বের করে নিতে হবে।’

জনপ্রিয়