ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রুয়েটে নিয়োগ বাতিল দাবিতে গেটে তালা, মহাসড়ক অবরোধ

শিক্ষা

আমাদের বার্তা, রুয়েট

প্রকাশিত: ১৭:৪৯, ১৪ মে ২০২৫

সর্বশেষ

রুয়েটে নিয়োগ বাতিল দাবিতে গেটে তালা, মহাসড়ক অবরোধ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সকালে রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও অযোগ্যদের নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, রুয়েটে প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে চাকরি দেয়া হয়েছে। বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়