ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন সেমিনার 

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ১০ মার্চ ২০২৫

সর্বশেষ

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন সেমিনার 

বেরোবিতে প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন সেমিনার 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালে (বেরোবি) ‘প্রমোশন অব রিসার্চ ইন হায়ার এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। 

তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে গবেষণাসহ বিভিন্ন ‘স্কিল ডেভেলপমেন্ট’ (দক্ষতা উন্নয়ন) কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে ‘রিসোর্স পার্সন’ হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ড. মো. রেজাউল ইসলাম খান এবং সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ড. ভেন পাওলো বি ভ্যালেনজুয়েলা।

আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিবের সঞ্চালনায় সেমিনারে অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। 

জনপ্রিয়