ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

মধুমিতার নতুন ছবি দেখে দর্শকের কটাক্ষ

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

মধুমিতার নতুন ছবি দেখে দর্শকের কটাক্ষ

প্রায় প্রতি দিনই বিভিন্ন কারণে চর্চায় উঠে আসে মধুমিতা সরকারের নাম। কখনও তাঁর ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। কখনও আবার তাঁর অভিনয় নিয়ে হয় বিস্তর সমালোচনা। ইদানীং দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কখনও শুটিংয়ের জন্য। কখনও আবার ফাঁকা সময় পেলেই চলে যাচ্ছেন নিজের প্রিয় জায়গায় ঘুরতে। তবে তিনি যেখানেই যান না কেন, ছবি পোস্ট করতে মিস করেন না। ইদানীং আবার তীর্থস্থান, মন্দিরেই বেশি দেখা যাচ্ছে তাঁকে। ফলে তা নিয়ে উঠছে নানা ধরনের প্রশ্ন।

কয়েক দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হল নায়িকাকে। কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সোনালি রোদ এসে পড়েছে তাঁর মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস্‌, এই ছবি দেখতেই দর্শকের একাংশ ছেড়ে কথা বললেন না নায়িকাকে।

এক জন লিখেছেন, “লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস!” আর এক জন লিখেছেন, “মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!” আবার কেউ লিখেছেন, “মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।” তবে এই সব নেতিবাচক মন্তব্যের কোনও উত্তর দেননি মধুমিতা। কোনও দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। সদ্য ফিরেছেন শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং সেরে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা 

জনপ্রিয়