ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অনলাইন নিরাপদ রাখতে ৬ পদ্ধতিতে শক্তিশালী পাসওয়ার্ড

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৫:৫৬, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৫৭, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অনলাইন নিরাপদ রাখতে ৬ পদ্ধতিতে শক্তিশালী পাসওয়ার্ড

বর্তমানে বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরণের অনলাইন ডিভাইস ও মাধ্যম ব্যবহার করে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি ই-মেইল ও কম্পিউটারের জন্য একাধিক পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। তাই অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ড শক্তিশালী করা প্রয়োজন। কিছু কৌশল অবলম্বন করে সহজেই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট সাইবার নিউজ এর প্রতিবেদন থেকে জানা গেছে, অনলাইনে প্রতিটি অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি করা হয়। এর জন্য ভিন্ন ধরণের কোড ও অনেকে ব্যবহার করে। কিন্তু অনেক চেষ্টা করে একটি পাসওয়ার্ড তৈরির পর অনেকেই সাইবার হামলার শিকার হয়ে থাকেন। তাই অনলাইন ডিভাইস বা সিস্টেম বুঝে পাসওয়ার্ড শক্তিশাল করা জরুরি। একটি ভালো ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য কিছু কৌশল অবলম্বন করা ভালো।

নিরাপদ ও শক্তিশালী পাসওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-

- কমপক্ষে ১২ বা তার চেয়ে বেশি অক্ষর দেয়া ভালো।
- বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা, এবং প্রতীকগুলোর সংমিশ্রণ করা জরুরি।
- পরিচিত নাম, ব্যক্তি/চরিত্র বা পণ্যের নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি না করা ভালো।
- ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে পাসওয়ার্ড তৈরি করা যাবে না।
- প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড দেয়া।
- আগের ব্যবহৃত পাসওয়ার্ড থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন কিছু ডিজিট দেয়া।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার ধাপগুলো হলো-

১- পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করুন

পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এটি দ্রুত এবং সহজেই একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবে। সেখান থেকে পছন্দ অনুযায়ী সাজিয়ে ডিভাইস, ইমেইল বা অন্য কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে সেটি ব্যবহার করা সম্ভব। 

২- বড় পাসওয়ার্ড নির্বাচন করা

আকারে বড় এমন পাসওয়ার্ড তৈরি করা। এর ফলে হ্যাকাররা ডিজিট বুঝে উঠতে পারবে না। নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, অন্তত ১৫ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করা সব থেকে নিরাপদ। অবশ্য ব্যাংকসহ অনেক অ্যাকাউন্টের পাসওয়ার্ডে অক্ষরসংখ্যা নির্দিষ্ট করা থাকায় চাইলেও বড় পাসওয়ার্ড ব্যবহার করা যায় না।

৩- নিরাপদ সংস্করণ ব্যবহার করুন

শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য একটি উত্তম মাধ্যম হচ্ছে বই বা অভিধান থেকে একটি শব্দ নির্বাচন করা। সহজে অনুমানযোগ্য শব্দ বেছে নিয়ে তাদের মধ্যে সংখ্যা ও প্রতীক যোগ করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।

৪- বাক্য ও উক্তি

একটি অর্থবহ বাক্য বা উক্তি দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। যা আপনি নিজে সহজে মনে রাখতে পারবেন কিন্তু অন্য কেউ সেটি অনুমান করা কঠিন হবে। এর জন্য কিছু অক্ষর পরিবর্তে সংখ্যা ও প্রতীক ব্যবহার করতে পারেন।

৫- ইমো ব্যবহার করা

আমরা প্রায়ই ম্যাসেজে একজন আরেকজনকে ইমোজি পাঠিয়ে থাকি। কিন্তু পাসওয়ার্ড শক্তিশালী করতে ইমো ব্যবহার করা উত্তম। ইমো, বিরামচিহ্ন, অক্ষর এবং সংখ্যার সংমিশ্রণ দিয়ে তৈরি পাসওয়ার্ড সাইবার হ্যাকারদের জন্য অনুমান কঠিন হয়ে থাকে। 

৬- নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড কাস্টমাইজ

একই পাসওয়ার্ড সব ধরণের অ্যাকাউন্টে দেয়া উচিত নয়। এর জন্য পাসওয়ার্ড কাস্টমাইজ করা ভালো, এর জন্য ভিন্ন ভিন্ন কোড ব্যবহার করতে হবে। তা না হলে একটি অ্যাকাউন্ট হ্যাকড হলে অন্য অ্যাকাউন্টের নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে।

জনপ্রিয়