ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গরমে ত্বকের যত্নে একমাত্র ভরসা হতে পারে গোলাপজল

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭:৩০, ২০ মে ২০২৫

সর্বশেষ

গরমে ত্বকের যত্নে একমাত্র ভরসা হতে পারে গোলাপজল

অত্যধিক তাপ, আর্দ্রতা এবং চড়া রোদে গরমে ত্বক একেবারে জেল্লাহীন হয়ে পড়ে। সেই সঙ্গে ত্বকে নানা রকম সমস্যা তো আছেই। ট্যান পড়া ছাড়াও গরম ত্বকের হাজার সমস্যা নিয়ে নাজেহাল হতে হয়।

এই মৌসুমে তাই ত্বকের চাই বাড়তি যত্ন। তবে গরমে সানস্ক্রিন ত্বকের যত্নের শেষ কথা নয়। ত্বক সতেজ রাখতে তাই ভরসা রাখতে পারেন গোলাপজলে। এই গরমে ত্বকে গোলাপজল ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যাবে?

উজ্জল ত্বক

গরম ত্বক বড্ড নিষ্প্রাণ দেখায়। গোলাপজল ত্বকে প্রাণ প্রতিষ্ঠা করে। ভ্যাপসা গরমেও ত্বকের জেল্লা ধরে রাখতে গোলাপজলের জুড়ি মেলা ভার।

বেশি তাপমাত্রায় ত্বক ভিতর থেকে শুকিয়ে যায়। তার ওপর সূর্যের চড়া আলো তো আছেই। গোলাপজল ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে। গোলাপজলে তুলা ভিজিয়ে মাঝে মাঝে মুখে বুলিয়ে নিতে পারেন। ত্বক সতেজ দেখাবে।

জ্বালাপোড়া কমাতে

বাইরে বেরোলেই কড়া রোদে ত্বক পুড়ে যাচ্ছে। ‘সানবার্ন’-এর জ্বালা, অস্বস্তি কমাতে গোলাপ জল সত্যিই দারুণ কার্যকরী। সানস্ক্রিন মেখে রোদে বেরোলেও অনেক সময় ত্বকে ইরিটেশন হয়। গোলাপজল ব্যবহার করলে অনেকটা স্বস্তি পাওয়া যাবে।

টোনার হিসেবে

রূপচর্চার প্রধান ধাপগুলোর মধ্যে অন্যতম টোনিং। অনেকেই বাজারচলতি নানা টোনার ব্যবহার করেন। তবে এই গরমে কেনা টোনারের পরিবর্তে ব্যবহার করতে পারেন গোলাপজল। টোনার হিসাবে গোলাপজল খুবই ভালো। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত এবং স্পর্শকাতর, গোলাপজল দিয়ে টোনিং করলে ত্বকে মসৃণ, নরম এবং কোমল হবে।

ব্রণ কমাতে

গরমে ত্বকে ব্রণর আনাগোনা বাড়ে। ব্রণ কমাতে অন্য কোনো প্রসাধনীর বদলে ব্যবহার করে দেখতে পারেন গোলাপজল। কারণ গোলাপ জলে রয়েছে অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান, যা ব্রণ কমাতে সাহায্য করে। তা ছাড়া এই সময় ঘামও হয় প্রচণ্ড। গোলাপজল ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।

 

জনপ্রিয়