ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আমাদের বার্তা, টাঙ্গাইল

কৃষিমন্ত্রীকে নিয়ে কটূক্তিতে আ.লীগ নেতাকে শোকজ

বিবিধ

প্রকাশিত: ০০:০০, ২৪ মে ২০২৩

সর্বশেষ

কৃষিমন্ত্রীকে নিয়ে কটূক্তিতে আ.লীগ নেতাকে শোকজ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ৭ দিনের মধ্যে এর জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে জেলা আওয়ামী লীগ। গত সোমবার টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ছরোয়ার আলম খান আবু বেসরকারি একটি টেলিভিশনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে নিয়ে কটূক্তিমুলক বক্তব্য দেন। পরে মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে ছরোয়ার আলম খান আবুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জনপ্রিয়