ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মঈনুল আহসান সাবেরের আজ জন্মদিন

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৬ মে ২০২৩

সর্বশেষ

মঈনুল আহসান সাবেরের আজ জন্মদিন

প্রখ্যাত কথাশিল্পী মঈনুল আহসান সাবেরের জন্মদিন আজ। ১৯৫৮ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করে তিনি। তার বাবা খ্যাতিমান কবি আহসান হাবীব। ষাট বছরে পদার্পণ করা এই সাহিত্যিক অবিরাম লিখে চলেছেন গল্প-উপন্যাস। তার প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য_ পরাস্ত সহিস, অরক্ষিত জনপদ, স্বপ্নযাত্রা, আগমন সংবাদ, মামুলী ব্যাপার, চারদিক খোলা, একবার ফেরাও, আদমের জন্য অপেক্ষা, আগামী দিনের গল্প, পাথর সময়, এসব কিছুই না, ভিড়ের মানুষ, চার তরুণ-তরুণী, কয়েকজন অপরাধী, অচেনা জায়গায়, সতের বছর পর, শরীরের গল্প, যে কেউ না, তার সঙ্গে, সুকুমারের লজ্জা, তিলকের গল্প অন্যতম। তার লেখা নিয়ে নির্মিত হয়েছে নাটক পাথর সময়, না প্রভৃতি। নির্মিত চলচ্চিত্র_ লিলিপুটেরা বড় হবে।
খ্যাতিমান এই কথাশিল্পী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার, বাপী শাহরিয়ার শিশুসাহিত্য পুরস্কার, ফিলিপস পুরস্কার, হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

জনপ্রিয়