ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১৭ মার্চ ২০২৪

সর্বশেষ

লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ

সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রোববার বাংলাদেশ দলের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মিরাজ। সেখানে লিটনের বাদ পড়ার প্রসঙ্গটি নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করা হয়।

মিরাজ বলেন, ‘লিটন অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি যে ও বাদ পড়েছে এমন কিছু না, আবার কামব্যাক করতে পারবে। এটা আমি বিশ্বাস করি। কারণ ওর ভেতরে সেই পটেনশিয়াল আছে এবং আমরা জানি ও কী টাইপের প্লেয়ার। ও এখন হয়তো একটু অফফর্মে আছে। আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে আসবে।’

অতীতে ভালো করার সুবাদে একাদশে অটোচয়েজে পরিণত হন অনেকে- বাংলাদেশ টিমে এমন নজির আছে বহু। লিটন দাসও অটোচয়েজ ছিলেন বলে মনে করেন কেউ কেউ। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মিরাজ বলেন, ‘একটা বিষয় দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু আপনাকে পারফর্ম করেই খেলতে হবে। এখানে আমিও যদি ভালো না খেলি, তবে আমাকেও কিন্তু বাদ দেয়া হবে।  ন্যাশনাল টিম এমন একটা জায়গা, আপনাকে পারফর্ম করে স্থায়ী হতে হবে। এটা এক-দুই দিন না। আপনি দেখেন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, একটা জায়গায় এসেছে। তারপর আরও যারা খেলছে, রিয়াদ ভাই আছে, তিনি এখনও খেলছে। কিন্তু সবারই আপডাউন থাকে।’

প্রসঙ্গত, ওপেনার লিটনকে বাদ দেয়ার কারণ হিসেবে নতুন বলে তার অধারাবাহিকতার কথা উল্লেখ করেছিলেন জাতীয় দলের নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বদলে দলে নেয়া হয় মিডলঅর্ডার ব্যাটার জাকের আলি অনিককে।

জনপ্রিয়