ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

এল ক্ল্যাসিকোর মহারণে মুখোমুখি বার্সা- রিয়াল 

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ১৯ মার্চ ২০২৩

সর্বশেষ

এল ক্ল্যাসিকোর মহারণে মুখোমুখি বার্সা- রিয়াল 

ফুটবলের এল ক্ল্যাসিকো মানেই ধ্রুপদী লড়াই। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যদের সামনে এখন ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ। আর কার্লো আনচেলত্তির দলের জন্য পয়েন্টের ব্যবধান কমানোর হাতছানি।

নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানাবে বার্সেলোনা। ঐতিহ্যের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ভাবনায় মর্যাদার মুকুট। তবে সবশেষ ২ এল ক্লাসিকো জিতে অনেকটাই নির্ভার কাতালুনিয়ার দলটি। কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়ালের ঘরের মাঠে জিতে এসেছে বার্সেলোনা। এছাড়াও সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারানো সুখস্মৃতি রয়েছে জাভির শিষ্যদের।

কিন্তু চোটের সমস্যায় জর্জরিত বার্সা শিবির। দলের মিডফিল্ডের প্রাণভোমড়া পেদ্রিকে আজ ইনজুরির জন্য পাচ্ছে না বার্সা। অনিশ্চিত উসমান ডেম্বেলের খেলাও। তাই রিয়ালের চ্যালেঞ্জ সামলানো সহজ হবে না স্বাগতিকদের। এছাড়াও নিজেদের মাঠে ২০১৯ খ্রিষ্টাব্দের পর এল ক্লাসিকোতে জয়ের মুখ দেখেনি বার্সেলোনা। তাই রিয়াল পরীক্ষায় বেশ খানিকটা বেগ পেতে হবে কাতালুনিয়ানদের।

অন্যদিকে, বার্সার মাঠে প্রায় ১৪ মাস পর খেলতে নামবে রিয়াল। ন্যু ক্যাম্পে লস ব্লাঙ্কোসদের সাম্প্রতিক স্মৃতি অসাধারণই বলা চলে। সর্বশেষ তিনবারই জিতেছে রিয়াল। তাই আজ জিতে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মদ্রিচ-ক্রুসরা। 

লা লিগার প্রথম লেগে গত বছরের অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। সেই সাথে লা লিগায় মৌসুমে ডাবল জয়ের সুযোগ কোচ কার্লো আনচেলত্তির। শেষ ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টরা; যা এল ক্লাসিকোর আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সফরকারীদের। চলতি বছরে লা লিগায় সবচেয়ে বেশি ৫০ গোল করেছে রিয়ালই। আজকের ম্যাচটা তাই বেনজেমা, ভিনিসিয়াস, আসেনসিওদের আরও একবার প্রমাণ করার দিন।

জনপ্রিয়