ঢাকা সোমবার, ১২ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ভাঙলে ধর্ষণ মামলা নয় : এলাহাবাদ হাইকোর্ট

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ভাঙলে ধর্ষণ মামলা নয় : এলাহাবাদ হাইকোর্ট

ভারতের এলাহাবাদ হাইকোর্ট

ভারতের এলাহাবাদ হাইকোর্ট বলেছেন, নারী ও পুরুষ উভয়ের সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিন্ন হলে তা ধর্ষণ নয়। এ-সংক্রান্ত একটি মামলা সম্প্রতি খারিজ করে দেওয়া রায়ে এসব কথা বলেছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।

মামলা সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীর মধ্যে সম্পর্ক বেশ পুরোনো। প্রেমের সম্পর্ক একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। আট বছরের বেশি সময় তাঁদের মধ্যে এই সম্পর্ক ছিল। প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হন প্রেমিকা।

আসামির আবেদনের শুনানিতে বিচারপতি আনিশ কুমার গুপ্ত বলেন, এই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের কথা তাঁদের পরিবার জানত। এক পক্ষ সম্পর্ক থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ধর্ষণের মামলা করা আইনের অপব্যবহারের মতো।

বাদীর ভাষ্য হলো, ২০০৮ খ্রিষ্টাব্দের তাঁর বোনের বিয়েতে বিবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন। বাদী ও তাঁর পরিবারের সদস্যরা স্বর্ণালংকার বেঁচে বিবাদীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। ভেবেছিলেন, দেশে আসার পর তাঁদের বিয়ে হবে। কিন্তু দেশে এসে বিবাদী বিয়ে করতে রাজি হননি। বাদী আরও বলেন, ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে ২০১৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। তাঁর অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আশ্বাসে এই সম্পর্ক গড়া হয়েছিল।

মামলার পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, শারীরিক সম্পর্কটি দীর্ঘদিনের। কাজেই এতে ওই নারীর সম্মতি ছিল না, তা আদালত মনে করছেন না। হাইকোর্ট আরও বলেন, প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটি স্পষ্ট যে বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলির কারণে প্রেমিক আর প্রেমিকাকে বিয়ে করতে চাননি।

জনপ্রিয়