ঢাকা রোববার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফের অশান্ত মণিপুর, আহত ৫০ ছাত্র

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ফের অশান্ত মণিপুর, আহত ৫০ ছাত্র

দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মণিপুর ফের অশান্ত হয়ে উঠছে। ছাত্র মৃত্যুর প্রতিবাদ জানাতে গেলে গতকাল বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জন ছাত্র আহত হয়।

অশান্ত মণিপুরে আবার ইন্টারনেট পরিষেবা রুদ্ধ করা হয়েছে। রাজধানী ইমফলে বুধবার এক ছাত্র সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ে সমাবেশের ওপর। তখনই ৫০ ছাত্র আহত হয়। সিবিআই আজই ঘোষণা করেছে যে মণিপুরের এক একটি জেলার জন্যে এক একটি ফোর্স নির্দিষ্ট থাকবে।

এদিকে আমেরিকার প্রবাসী মেইতেইরা দুই ছাত্রের হত্যার নিন্দা করেছে। প্রায় পাঁচ মাস ধরে চলা কুকি - মেইতেই সমস্যার সমাধান না হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করে। দুই ছাত্রকে নৃশংসভাবে হত্যার জেরে গোটা মণিপুর আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মেইতেইদের অভিযোগ কুকি-নাগারা মেইতেই সম্প্রদায়ভুক্ত ওই দুই ছাত্রকে হত্যা করেছে। কুকি-নাগারা এই অভিযোগ অস্বীকার করেছে।

কিন্তু, এই ঘটনা নতুন করে মণিপুরে আগুন জ্বালিয়েছে।

জনপ্রিয়