
গভীর রাতে ইরানে ইসরায়েলের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি। শনিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে দেয়া ওই পোস্টে রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি। আইএইএ’র পরিদর্শকেরা নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এক্সে দেয়া ওই পোস্টে পারমাণবিক ও অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা ছাড়াও এর সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো কাজে বিচক্ষণতা ও সংযমের আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার গভীর রাতে ইসরায়েল ইরানে হামলা চালায়। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়।
পরবর্তীতে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।
গত মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শুক্রবার এই পাল্টা হামলা করে ইসরায়েল। এ হামলার পরপরই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। শত্রু-মিত্র দুই দেশকেই হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, এই সংঘাতের চক্র যেন আর বাড়তে না দেয়া হয়। আপাতত তেহরান-তেল আবিব পাল্টাপাল্টি হামলা শেষ হলেও দুই দেশের মধ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাত এখানেই স্থায়ীভাবে অবসান হবে, এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা।