ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৩ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের চার সরকারি সূত্রের

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৭ মে ২০২৫

সর্বশেষ

৩ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের চার সরকারি সূত্রের

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চার কর্মকর্তা পরিচয় প্রকাশ না করা শর্তে রয়টার্সকে জানিয়েছেন।

ভারত পাকিস্তানের নয়টি স্থানে ‘সন্ত্রাসীদের অবকাঠামোতে’ আঘাত হানার দাবি করার কয়েক ঘণ্টা পর ওই কর্মকর্তারা এ কথা জানান।

পাকিস্তান সামরিক বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছেন। তবে পাকিস্তানের এ দাবি ভারত নিশ্চিত করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৫ জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

যদিও ভারত সরকারের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানে নিশানা করা হয়নি। ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় তিনজন হয়েছেন বলে ভারতের সেনাবাহিনী জানিয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

জনপ্রিয়