ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আত্মরক্ষার অধিকার আছে ভারতের: ইসরায়েল

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৭ মে ২০২৫

সর্বশেষ

আত্মরক্ষার অধিকার আছে ভারতের: ইসরায়েল

পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

বুধবার (৭ মে) ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার একথা বলেছেন।

তার ভাষ্য, ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনও আশ্রয়স্থল নেই।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে।

এদিকে, ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

জনপ্রিয়