
এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে টালিউড অভিনেতা তথা গায়ক মহারাজ বসুকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতা কিশোরী পরিচালকের কন্যা। অনেকদিন ধরেই যৌন লালসার শিকার হয়ে এসেছেন এই কিশোরী। অবশেষে সম্প্রতি পরিবার ও পুলিশকে সব ঘটনা জানান। এরপরই বিধাননগর থানার পুলিশ পকসো ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনা জানাজানি হতেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডান্ট্রিতে প্রবল আলোড়ন ওঠে।
শর্টফিল্মে অভিনয় করেন অভিযুক্ত। তবে গীতিকার ও গায়ক হিসেবেই তার পরিচিতি বেশি। একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রয়েছে মহারাজের গান। তদন্তকারীরা কিশোরীর সঙ্গে কথা বলে জানান, একবার নয়, একাধিকবার অভিযুক্ত অভিনেতা ও গায়ক মহারাজ বসুর যৌন লালসার শিকার হয়েছেন কিশোরী।
পরিচালক বাবার ইউনিটে সহায়তা করতেন নবম শ্রেণির ছাত্রী নির্যাতিতা কিশোরী। সেই পরিচয়ের সুত্রে অভিযুক্তর বাড়িতেও যাতায়াত ছিল তাঁর। ২০২২ খ্রিষ্টাব্দে উত্তর চব্বিশ পরগণার একটি এলাকায় শ্যুটিং চলাকালীন সময় প্রথম কিশোরীর শ্লীলতাহানি করা হয়। মে মাসে পুনরায় অভিযুক্ত কিশোরীকে আবার যৌন হেনস্থা করা হয়।
গত ১৯ মে নির্যাতিতার পরিচালক পিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।