ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

দিনে চার ঘণ্টা পড়ে প্রথম ভ্যানচালকের পুত্র ভারতের উচ্চ মাধ্যমিক

আন্তর্জাতিক

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৫ মে ২০২৩

সর্বশেষ

দিনে চার ঘণ্টা পড়ে প্রথম ভ্যানচালকের পুত্র ভারতের উচ্চ মাধ্যমিক

সারা দিনে মাত্র ৪ ঘণ্টা পড়েই উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার। তার বাবা তিন চাকার পিক আপ ভ্যানচালক। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন শুভ্রাংশু।

বজবজের বাসিন্দা শুভ্রাংশু পড়াশোনার পাশাপাশি ভালবাসেন বই পড়তে, গান গাইতে। মিশনের বন্ধুদের নিয়ে ‘জোনাকি’ নামে একটি ব্যান্ডও রয়েছে তার। যার মূল গায়ক এক সময় ছিলেন তিনিই। ফলাফল প্রকাশিত হওয়ার পর ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়’ গেয়ে শোনান উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী।

প্রতিযোগিতা না থাকলে ভাল ফল করা যায় না বলে মনে করেন শুভ্রাংশু। অর্থনীতি নিয়ে পড়তে চান তিনি। ভবিষ্যতে গবেষণার কাজও করতে চান। অর্থনীতি নিয়ে পড়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শুভ্রাংশু। স্কুলের লাইব্রেরি সব থেকে প্রিয় জায়গা তার, সেখানেই সব থেকে বেশি সময় কাটিয়েছেন। নিজের রেজাল্টের কৃতিত্ব দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষকদের। স্কুলের রুটিন মেনেই পড়াশোনা করতে হত। ৬টি বিষয়ের জন্য মোট ৪ ঘণ্টা সময়ই যথেষ্ট মনে করেন উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার।

সূত্র: আনন্দবাজার               

জনপ্রিয়