
প্রতীকী ছবি
পটুয়াখালীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তোভোগি শিক্ষকের নাম সজল কুমার হালদার। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরি কলেজের সহকারী অধ্যাপক ও বাউফল উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের মৃত ডাক্তার কেশব চন্দ্র হালদারের ছেলে।
সজল কুমার হালদার দৈনিক আমাদের বার্তাকে বলেন, গত ২৪ মে রাত ২ টা ৪৫ মিনিটের দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ির উত্তর ভিটার বসত ঘরের পূর্ব পাশের বাথরুমের গ্রিল ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। লোহার রড দিয়ে দোতলার লোহার দরজা ভেঙে রুমে রুমে প্রবেশ করে। এ সময় স্টিলের আলমারিতে থাকা নগদ এক লক্ষ টাকা এবং বিশ ভরি স্বর্ণালংকা , ৮ ভরি রূপার গয়না ও ৫ টি মোবাইল নিয়ে নেয় । এতে প্রায় ৩৫ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুটপাট করেন তারা।
তিনি আরও বলেন, ঘরে আমি ও আমার স্ত্রী, শ্বাশুড়ি ও ২ জন ছেলে কর্মচারি ছিল। সাবাইকে হাত পা বেধে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে বাড়ি লুটপাট করা হয়। এর আগে ১৯৭১ ও ১৯৮৪ সালে আমাদের বাড়ি ডাকাতি হয়। তবে এবার ছিল ভয়াবহ। পুরো বাড়ি সিসি ক্যামেরার আওতায় থাকলেও সিটি টিভি ক্যামেরা পর্যন্ত ভাঙচুর করেছে ডাকাতরা। এ ঘটনায় মামলা হয়েছে। আশা করি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকাজুড়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান দৈনিক আমাদের বার্তাকে বলেন, ওই শিক্ষকের কাছ থেকে ডাকাতির বিষয়ে জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারেই দেখছি।