ঢাকা রোববার, ০৪ জুন ২০২৩ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

নির্ধারিত সময়েই কাল ভর্তি পরীক্ষা চবিতে 

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৫ মে ২০২৩

সর্বশেষ

নির্ধারিত সময়েই কাল ভর্তি পরীক্ষা চবিতে 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বেনু কুমার দে ও একাধিক অনুষদের ডিন বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বেনু কুমার দে বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা চার অনুষদের ডিনের সঙ্গে উপাচার্য শিরীণ আখতার আলোচনা করেছেন। সবাই নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু করার মতামত দিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ  অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের পরীক্ষা পরিচালনার সমন্বয়ক হলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম।

জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব মিয়ানমারের দিকে বেশি। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে খুব একটা প্রভাব দেখা যায়নি। তাই ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার পক্ষে সবাই ইতিবাচক মত দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষার সহসমন্বয়কের দায়িত্বে থাকা বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। সূচিতে কোনো তারতম্য হবে না।

জনপ্রিয়