ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংস্কারসহ ৭ দাবিতে বিক্ষোভ কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ৭ মে ২০২৫

সর্বশেষ

সংস্কারসহ ৭ দাবিতে বিক্ষোভ কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দাবিতে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে তারা কলেজের সামনের সড়কে এ বিক্ষোভ শুরু করেন তারা।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা নানা সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন।

দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণীকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোন সমাধান হয়নি। এবার কলেজের সকল সমস্যা সমাধানে শিক্ষার্থীদের এই আন্দোলন।

এর আগে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) কলেজের সব শিক্ষার্থীদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা সাত দাবি জানান। পরবর্তী সংবাদ সম্মেলনে সেই দাবিগুলো উত্থাপন করা হয়। দাবিগুলো হলো: হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।

ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে। ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে। কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।

জনপ্রিয়