ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনও কমিটির হাতে!

শিক্ষা

সাবিহা সুমি, আমাদের বার্তা

প্রকাশিত: ০৭:০০, ৬ মে ২০২৫

সর্বশেষ

শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনও কমিটির হাতে!

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির থাবা থেকে রক্ষা পেতে শিক্ষক-অভিভাবকরা যখন মরিয়া ঠিক তখনই তাদের হাতে আরো একটি অস্ত্র তুলে দিতে চাচ্ছেন আমলারা। এতদিন যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)’ মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে সেটিই এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। এনটিআরসিএর উদ্যোগে এন্ট্রি লেভেলে (সহকারি শিক্ষক, প্রভাষক, মৌলভী) শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে করার বন্দোবস্ত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে এনটিআরসিএ। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে এনটিআরসিএর একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ‘ইতোপূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশের পুলিশ ভেরিফিকেশন এনটিআরসিএর মাধ্যমে করা হতো। এনটিআরসিএ যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে।’

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এনটিআরসিএর সব ধাপ পেরিয়ে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরেও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থেকে প্রার্থীরা হাতাশায় ভুগতেন। তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করারও দাবি উঠেছিলো।

এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব এনটিআরসিএর। তাদের দেওয়া নিয়োগে সুপারিশপত্র নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে যোগদান করেন শিক্ষকরা। তবুও, বেসরকারি পরিচালনা কমিটি তাদের এমপিওভুক্তিতে টালবাহানা করে, ঘুষ দাবি করে। 

এনটিআরসিএ আইনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার কথা। কিন্তু বছরের পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন ক্যাডার শাসিত এনটিআরসিএ।

জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিসার্চ ইনিসিয়েটিভ (ইআরআই) প্রতিষ্ঠাতা ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার ব্রেনচাইল্ড এনটিআরসিএ, ২০০৫ খ্রিষ্টাব্দের ২০ মার্চ যে উদেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম ও আইন পাস করেছিলাম তার অনেক কিছু থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাখাত, শিক্ষক বাছাই প্রক্রিয়ায় এমপিও-ননএমপিও দেখার কথা নয়, আজ যিনি ননএমপিও কাল তিনি এমপিওভুক্ত হবেন।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

জনপ্রিয়