ঢাকা সোমবার, ০৫ জুন ২০২৩ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

প্রেমিকার বাড়িতে প্রেমিক হত্যার অভিযোগ

জাতীয়

আমাদের বার্তা, যশোর  

প্রকাশিত: ০০:০০, ১ মে ২০২৩

সর্বশেষ

প্রেমিকার বাড়িতে প্রেমিক হত্যার অভিযোগ

মধ্যরাতে প্রেমিকার বাড়িতে প্রেমিক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা ও মায়ের বিরুদ্ধে। প্রেমিকার নাম লুইস পারভীন রিয়া ওরফে হিরা মনি (১৯) এবং নিহত প্রেমিকের নাম মো. ইলিয়াস হোসেন (১৯)। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ের শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে আসেন। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের মর্গে লাশ নেয়া হয়েছে। ছেলের বাড়ির একটি বাড়ির পরেই মেয়ের বাড়ি হওয়ায় প্রায়ই মেয়ের বাড়ির জানালার কাছে গিয়ে ছেলেটি দাঁড়াত। মেয়ে জানালা খোলার পর দুজনা গল্প করত।
একই গ্রামের দফাদার গোষ্ঠী মেয়ে পক্ষ। এলাকায় তারা অত্যন্ত প্রভাবশালী ও অবস্থাসম্পন্ন। অপরদিকে ছেলে পক্ষ মোড়ল গোষ্ঠী। মেয়েদের তুলনায় ছেলেদের অবস্থা ততটা ভালো না। নিহত ইলিয়াস পাশাপোল আমজামতলা মডেল কলেজ এর এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপোল আমজামতলা মডেল কলেজ এর অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ইলিয়াস অনেক ভালো ছেলে ছিল। অনেক মেধাবী ছিল। কলেজে তার খারাপ আচরণ কখনো আমাদের চোখে পড়েনি।’
নিহত ইলিয়াসের চাচা মো. শাকিল হোসেন জানিয়েছেন, ‘বাড়ির পাশের আইনাল হকের মেয়ে হিরার সাথে আমার ভাইপো ইলিয়াসের প্রেমের সম্পর্ক ছিল। তারা পরিকল্পিতভাবে আমার ভাইপোকে শ্বাসরোধ করে মেরে বাড়ির পাশে ফেলে রাখে। তারপর তাদের মেয়েকে দিয়ে আমার ভাইপোর সবচেয়ে কাছের বন্ধু ইয়াছিনকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানায়।’

জনপ্রিয়