ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ন্যূনতম বেতন কাঠামো প্রণয়নে বায়রার প্রস্তাব চায় মন্ত্রণালয়

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ১৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ন্যূনতম বেতন কাঠামো প্রণয়নে বায়রার প্রস্তাব চায় মন্ত্রণালয়

বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো প্রণয়নে বায়রাকে প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত মঙ্গলবার এক আলোচনা সভায় এ আহ্বান জানান।

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের ন্যূনতম বেতন-ভাতা এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বায়রা এ মন্ত্রণালয়ের প্রধান অংশীজন। আপনারা বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো সংক্রান্ত বিষয়ে যৌক্তিক প্রস্তাব প্রেরণ করবেন। ন্যূনতম বেতনের বিষয়ে মন্ত্রণালয় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি আমরা আরো কম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করতে চাই।’

তিনি বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই মানবিক দিক বিবেচনা করতে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেন আরো উজ্জ্বল হয়, তা বিবেচনা করে দক্ষ কর্মী প্রেরণে সবাইকে আরো উদ্যোগী হতে হবে। বিদেশে কর্মী প্রেরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মন্ত্রণালয়ের সঙ্গে বায়রাকে এক সূত্রে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর অংশীজনরা সমন্বিতভাবে কাজ করলে মন্ত্রণালয়ের সুনাম আরো বাড়বে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারবো।’

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ।

জনপ্রিয়