ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

উপাচার্যের সঙ্গে ঢাবি হলগুলোর আবাসিক শিক্ষকদের মতবিনিময়

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি 

প্রকাশিত: ১৯:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

উপাচার্যের সঙ্গে ঢাবি হলগুলোর আবাসিক শিক্ষকদের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর আবাসিক শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে এ মতবিনিময় সভায় এমন আহ্বান জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী হলের সার্বিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, আবাসিক হলে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন, ব্লক ভিজিট ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে আবাসিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  

সভায় আবাসিক হলসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং হল প্রশাসনের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর ও রেজিস্ট্রারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়