ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষা

আমাদের বার্তা, পবিপ্রবি

প্রকাশিত: ২০:৫৫, ২ অক্টোবর ২০২৩

সর্বশেষ

পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)  ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চীফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. অসীত কুমার পালের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নাভানা ফার্মা ও পপুলার ফার্মাসিটিউক্যালস ।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল অত্র এলাকার গবাদিপশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি এ ক্লিনিকের কার্যক্রমের পরিধি আরো বাড়ালে গবাদিপশুর চিকিৎসার সুফল জনগণ আরো সহজে এবং দ্রুততার সাথে পাবে। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। 

জনপ্রিয়