ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪ , ২৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবিতে ভর্তিচ্ছুদের সেবায় জেলাভিত্তিক ছাত্র সংগঠন

শিক্ষা

আমাদের বার্তা, জবি 

প্রকাশিত: ১৮:২৭, ২৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জবিতে ভর্তিচ্ছুদের সেবায় জেলাভিত্তিক ছাত্র সংগঠন

চব্বিশটি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। চব্বিশ বিশ্ববিদ্যালয়ের তেইশ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জেলাভিত্তিক বিভিন্ন ছাত্রসংগঠনগুলোকে বিভিন্ন সেবা দিতে দেখা গেছে। দূর থেকে আসা শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বইখাতাসহ জমা রাখছেন তারা। এছাড়াও ফ্রি লেবুর শরবত, বিস্কুট ও পানিও দিচ্ছেন বিভিন্ন জেলাভিত্তিক এসব সংগঠন।

এ বিষয়ে ভর্তি পরীক্ষার্থী সাকিব বলেন, আমার সাথে কোনো গার্ডিয়ান আসেনি। আমি বুঝতে পারছিলাম না আমার ব্যাগ কোথায়, কার কাছে রাখবো। পরবর্তীতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ব্যানার দেখে এখানে এসেছি। তারা টোকেন নিয়ে আমার ব্যাগ রেখেছে।

আরেক পরীক্ষার্থী সাঈদ বলেন, পরীক্ষা দিতে এসে বিভিন্ন ছাত্রসংগঠনগুলো খুবই সাহায্য করছে। কোথায়, কিভাবে, কি করতে হবে তারা সে ব্যাপারে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিচ্ছেন। আমার সিট কোথায় পড়েছে বুঝছিলাম না। পরে জেলা কল্যাণের ভাইয়ারা সাহায্য করেছেন।

সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জিয়ারুল ইসলাম বলেন, আমরা ভর্তি পরীক্ষার্থী যারা দূর-দূরান্ত থেকে আসছেন, তাদেরকে খাবার পানি, হালকা নাস্তা, তাদের মোবাইল ফোন ও ব্যাগ ইত্যাদি রাখতে ও বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে চেষ্টা করছি। নতুনদের জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি অভিষেক সাহা বলেন, আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সাহায্য করতে, যাতে তারা যেনো কেউ পরীক্ষা দিতে এসে কোনো রকম হয়রানি না হয়।

জনপ্রিয়