ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২০ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আলাদা বিশ্ববিদ্যালয় দাবিতে দিনভর অবরোধ

আজও রাজপথে থাকবেন সাত কলেজের শিক্ষার্থীরা 

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৩০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

আজও রাজপথে থাকবেন সাত কলেজের শিক্ষার্থীরা 

আলাদা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয়া অবধি নিয়মিত সড়ক অবরোধ চালিয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দিনভর অবরোধের পর বিকেল ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে যাওয়ার আগে তারা এ ঘোষণা দেন। একইসঙ্গে আজ বুধবার বেলা ৯টা থেকে আবারও তারা সড়ক অবরোধ করবেন বলেও ঘোষণা দেন। 

দাবি আদায়ে গতকাল বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।

বিকেলে গতকালের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। সেই সময়সীমা গত সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার তারা সড়কে নামেন।

এদিকে সাত কলেজের সমস্যা নিরসনে গঠিত কমিটির প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। সভায় আগামী সপ্তাহেই শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে চূড়ান্তভাবে বসতে চায় গঠিত সংস্কার কমিটি। 

কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ রহীম। তিনি দৈনিক আমাদের বার্তাকে বলেন, ছাত্রদের সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানের জন্য কী ধরনের সুপারিশ করা হয়েছে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সভার দায়িত্ব দেয়া হয়েছে কলেজের অধ্যক্ষদের, তারা ছাত্রদের সঙ্গে কথা বলবেন, কথা বলে কী ধরনের সমাধান করা যায় তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু কলেজের ইস্যু রয়েছে, পরবর্তী সভাতে আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি ও পরীক্ষক নিয়ন্ত্রকদের নিয়ে এবং সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমাধান করার চেষ্টা করবো।

২০১৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
 

জনপ্রিয়