ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বৃত্তি পরীক্ষার ফল  এ মাসের শেষে  

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

বৃত্তি পরীক্ষার ফল  এ মাসের শেষে  

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো শেষ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, কাজ শেষ করে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। 

গতকাল রোববার দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। 

এবার প্রাথমিকে বৃত্তি পাবেন সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবেন। প্রতি ক্যাটাগরিতে ৫০ শতাংশ ছাত্র ও ৫০ শতাংশ ছাত্রী বৃত্তির জন্য নির্বাচিত হবেন। ২০২২ খ্রিষ্টাব্দে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়া সারাদেশের ৫ লাখের বেশি শিক্ষার্থী গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বৃত্তি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, বৃত্তি পরীক্ষার ফল ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতে প্রকাশিত হতে পারে। ফল প্রক্রিয়ার কাজ এখনো শেষ হয়নি।

এদিকে বৃত্তি পরীক্ষার পরিচালনার জাতীয় কমিটিতে থাকা এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ফল প্রকাশের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ফল প্রক্রিয়ার কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা।  

গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারা দেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখের বেশি শিক্ষার্থী।

জনপ্রিয়