
সম্পদের ‘অপ্রতুলতায়’ শিক্ষকদের প্রাপ্য সম্মানী দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা-আপনিও কী তাই মনে করেন? এমন প্রশ্নে মাত্র ১৯ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া ৭৯ শতাংশ মানুষ এর বিপক্ষে মতামত দিয়েছে। এ ছাড়া বাকি ১ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ৬ হাজার ৭৫২ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ হাজার ৩০৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৫ হাজার ৩৪৬ জন মানুষ।
গত ১১ মে দুপুর থেকে শুরু হয়ে ১৩ মে বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, সম্পদের ‘অপ্রতুলতায়’ শিক্ষকদের প্রাপ্য সম্মানী দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা—আপনিও কী তাই মনে করেন? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
এর আগে, ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের প্রাপ্য সম্মানী দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন। এমন মন্তব্যের সূত্র ধরেই প্রশ্ন আসে, জাল শিক্ষকদের প্রমার্জনের উদ্যোগ সঠিক কি না?