ঢাকা বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে রাবি শিক্ষকের মামলা 

শিক্ষা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১২:৩০, ২১ মে ২০২৫

সর্বশেষ

চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে রাবি শিক্ষকের মামলা 

হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক। 

ওসি জানান, চেম্বারে ঢুকে হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে নাজমুস সাকিব, সুমন, সাজ্জাদ ও আতাউল্লাহর নামে মামলা করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, গত ১৪ মে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ তার চেম্বারে এক ছাত্রীর সঙ্গে অবস্থান করছেন। ছাত্রী মাথায় কাপড় পেঁচিয়ে নিজেকে আড়াল করছেন। শিক্ষকও ক্যামেরা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন। এ ঘটনার পর উভয়ের মধ্যে নেতিবাচক সম্পর্কে প্রশ্ন উঠে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।  

শিক্ষক হেদায়েত উল্লাহও সংবাদ সম্মেলন করে জানান, সেদিন তাকে ভয়-ভীতি দেখিয়ে অভিযুক্তরা পাঁচ লাখ টাকা নিয়েছে। ছাত্রীর ক্ষতি করার হুমকি দিলে টাকা দিতে বাধ্য হন বলে জানান তিনি। 

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুস সাকিব ও আতাউল্লাহর সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

জনপ্রিয়