ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাবি আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি 

প্রকাশিত: ০০:০০, ২৪ মে ২০২৩

সর্বশেষ

ঢাবি আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ‘দাবা ও ক্যারম প্রতিযোগিতা- ২০২৩’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির জিমনেশিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের সদ্ব্যবহার করতে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়