ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বুয়েটে দিনব্যাপী ওয়েব অ্যাক্সেসিবিলিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৪ মে ২০২৩

সর্বশেষ

বুয়েটে দিনব্যাপী ওয়েব অ্যাক্সেসিবিলিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং আইসিটি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে ওয়েব অ্যাক্সেসিবিলিটির ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় । গত ২১ মে অনুষ্ঠানে বুয়েট আইআইসিটির মাননীয় পরিচালক প্রফেসর ড. মো. রুবাইয়াত হোসেন মন্ডল, অধ্যাপক ড. মো: লিয়াকত আলী, সহযোগী অধ্যাপক ড. হোসেন আসিফুল মোস্তফা, সহকারী অধ্যাপক ড. মো. জরেজ মিয়া, প্রভাষক সামিন রহমান খান এবং ভাস্কর ভট্টাচার্য বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ড. মো. রুবাইয়াত হোসেন মন্ডল। অনুষ্ঠানে ড. হোসেন আসিফুল মুস্তাফা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পরিবেশ ডিজাইনে ডাইভারস এশিয়া প্রকল্পের লক্ষ্য, উদ্যোগ এবং বর্তমান অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এরপর ভাস্কর ভট্টাচার্য, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে যেসব নানা বাধা–বিপত্তির সম্মুখীন হয় সেগুলি নিয়ে আলোচনা করে মূল প্রশিক্ষণ সেশনের সূচনা করেন ৷ তিনি ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য ব্যবহৃত টুলসসমূহ এবং নির্দেশিকাগুলির ভুমিকা উপস্থাপন করেন। তিনি ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির তাৎপর্যের উপর বিশেষভাবে জোর দেয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি আমাদের প্রতিবন্ধীদের সম্ভাবনার দ্বার উম্মুক্ত করে দেয়।
অধ্যাপক ড. মো. লিয়াকত আলী কর্মশালায় অংশগ্রহণকারী প্রধান অতিথি, সংগঠক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয়