ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

যুদ্ধাপরাধীদের নামে থাকা দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব

শিক্ষা

চট্টগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ মে ২০২৩

সর্বশেষ

যুদ্ধাপরাধীদের নামে থাকা দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব

যুদ্ধাপরাধীদের নামে চট্টগ্রামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাতিল করে নতুন নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য এ চিঠি পাঠানো হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক চিঠিতে এ প্রস্তাব পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে এলাকার নামানুসারে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরিবর্তন করতে প্রতিষ্ঠান প্রধান রেজল্যুশন ও প্রত্যয়নপত্রসহ আবেদন করেছেন। এছাড়া আরেক চিঠিতে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার সুপারিশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী জানান, চট্টগ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামের বিষয়ে অভিযোগ আসে। সে অভিযোগের ভিত্তিতে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

জনপ্রিয়