ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ২৯ মে ২০২৩

সর্বশেষ

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খায়রুল বাশার নামে এক অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার ধামরাইয়ের রাজাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত শনিবার রাতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন অধ্যক্ষকে আটক করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলামিন হাওলাদার তাকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে চৌহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  সদস্য মো. মহসিন খান ডাবলু বলেন, ধর্ষণের চেষ্টার বিষয়ে আমাকে ভিকটিম কোনো কিছু জানায়নি। আমি বিকেল চারটার দিকে কলেজের দিকে যাচ্ছিলাম। তখন মানুষের মুখে শুনি প্রিন্সিপালের রুমে এক ছাত্রীকে আটকে রাখা হয়েছে। আশপাশে অনেক মানুষ জড়ো হয়েছিল। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে প্রিন্সিপালকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, এটি মেয়ে সংক্রান্ত ঘটনা। এ বিষয়ে ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়