
পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে বর্তমানে পড়ানো হয় তিন বছরের অনার্স কোর্স। কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকে পড়তে হবে চার বছরের অনার্স কোর্স। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনই ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি জানান, সবুজ সঙ্কেতের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
২০২০ খ্রীষ্টাব্দের জাতীয় শিক্ষানীতির ঘোষণায় স্নাতক স্তরে চার বছরের অনার্স কোর্স চালু করার কথা বলা হয়। সেইমত এবার পশ্চিমবঙ্গেও চার বছরের অনার্স কোর্স চালু হতে চলেছে। তবে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে চার বছরের অনার্স কোর্সে ক্রেডিট সিস্টেম ফ্রেমওয়ার্ক অনুসরণ করার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে অবশ্য কোর্সের মধ্যে ‘এক্সিট’ বা ‘এন্ট্রি’-র বিষয়টি আপাতত রাখা হচ্ছে না। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, চার বছরের কোর্সের মধ্যেই পড়ুয়ারা ইচ্ছে করলে তা ছেড়ে দিতে পারেন। নির্দিষ্ট বিষয়ে এক বছরের (দুটি সেমিস্টার) পড়াশোনা শেষের পর সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা। দ্বিতীয় বছরের (চারটি সেমিস্টার) পর ডিপ্লোমা, তৃতীয় বছরের (ছ'টি সেমিস্টার) পর ব্যাচেলরস ডিগ্রি এবং চতুর্থ বছরের (আটটি সেমিস্টার) পর অনার্সের সঙ্গে স্নাতক ডিগ্রি পাবেন।