
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত। আজ সোমবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর দুইটার পর উপাচার্য মহোদয়ের কাছে চারুকলা ইউনিটের ভর্তির ফলাফল হ্যান্ড ওভার করা হবে। মনে হয় না, আজকে ফলাফল দিতে পারবে। কারণ ফলাফলের অনলাইনে যারা দায়িত্বে আছেন, তাঁদেরকে আবার ফলাফলটি অবজারর্ভ করতে হয়, সেখানেও অনেক সময় লেগে যায়।
বিগত বছরগুলোতে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষনার একটি রেওয়াজ ছিল, এবার কি তাহলে সেভাবে ফল প্রকাশ হচ্ছে না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নিসার হোসেন বলেন, হ্যাঁ ; সেটি একটি বিষয়। তাই আমার মনে হয়, রোববার প্রকাশ করা হবে না। তবে আশা করা যায়, আজ ফলাফল প্রকাশ করা হবে।