
পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বাড়লো আরো ১০ দিন। গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অতিরিক্ত ছুটির কথা ঘোষণা করেন। অর্থাৎ ১৫ জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি থাকছে। অথচ ২৪ ঘন্টা আগেই মঙ্গলবার রাজ্যের শিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পশ্চিমবঙ্গের স্কুলগুলো গরমের ছুটি শেষে আগামী সোমবার থেকেই খুলবে। স্কুল শিক্ষা সচিবের নির্দেশ অনুযায়ী গরমের ছুটির শেষে আগামী ৫ জুন সোমবার থেকে রাজ্যটির সব সরকারি, সাহায্যপ্রাপ্ত ও পোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং ৭ জুন বুধবার থেকে প্রাথমিক স্কুল খোলার কথা জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, গরমের প্রভাব এখনো রয়েছে। তাই পড়ুয়াদের স্বার্থে ছুটি বাড়ানো হলো। প্রবল গরমের জন্য স্কুলগুলোতে গরমের ছুটি ২৪ মে থেকে এগিয়ে এনে ২ মে থেকে চালু করা হয়েছিলো। তবে নির্ধারিত সূচি অনুযায়ী ৪ জুনই গরমের ছুটি শেষ হচ্ছে কিনা তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। মধ্য শিক্ষা পর্যদও সরকারের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল কবে স্কুল খুলবে। সেই মত সরকার স্কুল খোলার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছুটি বাড়ানো হলো আরো ১০ দিন।
এদিকে সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে মধ্য শিক্ষা পর্ষদের উপ-সচিব জানিয়েছেন, গরমের জন্য স্কুলে স্কুলে আগাম ছুটি দেওয়ায় পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, পড়ুয়াদের তা পূরন করতে অতিরিক্ত ক্লাস নেবার কথা বলা হয়েছে। তবে অতিরিক্ত ক্লাস কিভাবে নেওয়া হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে শিক্ষক মহলে। বিভিন্ন শিক্ষক সংগঠনের মতে, এমনিতেই স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কম। তাছাড়া পড়ুয়াদের উপস্থিতির হারও কম। তাই কীভাবে পর্ষদের নির্দেশ বাস্তবায়িত হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।