
স্থায়ী সনদ লাভ ও প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)। গত বুধবার সাভারের বিরুলিয়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।
উল্লেখ্য, সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে স্থায়ী সনদ লাভ করেছে। দেশের শতাধিক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ পর্যন্ত মাত্র ১০ টি বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদ লাভ করেছে।