ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ২ জুন ২০২৩

সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানিমূলক ঘটনা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গত বুধবার (৩১ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়। 
মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও অ্যাড. মাসুদা রেহানা বেগম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস; প্রশিক্ষণ,গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ; অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম; ঢাকা মহানগর কমিটির আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান উপস্থিত ছিলেন। 
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের জয়া সরকার। এ ছাড়া, সংহতি প্রকাশ করে অ্যাকশন এইড বাংলাদেশ।
উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিস কক্ষে বিভাগের সভাপতি ও অন্য শিক্ষকদের সামনে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক ওই বিভাগের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের প্রতি যৌন উসকানিমূলক বক্তব্য ও আচরণের তীব্র নিন্দা জানান। অভিযুক্ত শিক্ষকের শাস্তি নিশ্চিতের দাবিও জানান তিনি।

একইসঙ্গে ২০০৯ খ্রিষ্টাব্দে হাইকোর্টের প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ নামে কমিটি গঠন করা বিষয়ক রায়ের বাস্তবায়ন ও অনতিবিলম্বে এ সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জানান। 
ডা. ফওজিয়া মোসলেম বলেন, এক সময় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর কিছু সংখ্যক শিক্ষকের নারীবিদ্বেষী ও কুরুচিপূর্ণ মনোভাবের কারণে যে অধঃগতি দেখা যাচ্ছে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

জনপ্রিয়