ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চার উপাচার্য নিয়েছেন অতিরিক্ত অর্থ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০০:০০, ৫ জুন ২০২৩

সর্বশেষ

চার উপাচার্য নিয়েছেন অতিরিক্ত অর্থ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক বাজেটের অর্থ ব্যয়ে ২০ ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে। এসব অনিয়মে নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরও (ভিসি)। এক অনুসন্ধানে চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য পেয়েছে ইউজিসি। অনুসন্ধানে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি মূল বেতনের বাইরেও বিশেষ ভাতা, দায়িত্ব ভাতা, স্যাংচুয়াল ভাতাসহ বিভিন্ন নামে প্রায় ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভাতা গ্রহণ করেছেন।
অনিয়ম পাওয়া চার ভিসি হলেন- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এম কামরুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
নিয়মানুযায়ী ভিসিরা বেতনের বাইরে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং যাতায়াত ভাতাসহ সরকারি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ২০ শতাংশ অ্যালাওয়েন্স পেতেন। এরপর এই নিয়ম বাতিল করা হয়। কিন্তু এই চার ভিসি মূল বেতনের বাইরে পৃথক ভাউচার দেখিয়ে ২০ শতাংশ পর্যন্ত ভাতা নিয়েছেন।
এ বিষয়ে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, নিয়মের বাইরে কেউ অতিরিক্ত ভাতা গ্রহণ করলে তাকে সেই অর্থ ফেরত দিতে হবে। আমাদের পক্ষ থেকে অর্থ ব্যয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই অনিয়মের বিষয়ে তাদের জানানো হয়েছে এবং সংশোধন করতে বলা হয়েছে। এখন তারা যদি এটি সংশোধন করে অর্থ ফেরত দেন তবে সমাধান হয়ে যাবে।

জনপ্রিয়