ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাজেট বাড়ানোর পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু শিক্ষানীতি-আদর্শ শিক্ষক : শিক্ষামন্ত্রী

শিক্ষা

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ০০:১০, ৫ জুন ২০২৩

সর্বশেষ

বাজেট বাড়ানোর পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু শিক্ষানীতি-আদর্শ শিক্ষক : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে এর পাশাপাশি সুষ্ঠু শিক্ষানীতি ও আদর্শ শিক্ষকের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। 
গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত হয় ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো অবশ্যই দরকার। কিন্তু শুধু বাজেট বাড়ানোই যথেষ্ঠ নয়। সেই বাজেটকে ব্যবহার করতে পারার জন্য দরকার সুষ্ঠু শিক্ষানীতি ও আদর্শ শিক্ষক। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির জন্য শুধু শিক্ষা মন্ত্রণালয়ই যথেষ্ট নয়। এক্ষেত্রে যাবতীয় সব বিষয় হিসেব করলে আমরা দেখি মোট ২৯টি মন্ত্রণালয় এর পেছনে কাজ করে।
দীপু মনি আরো বলেন, এখন আমাদের শিখতে শেখার প্রয়োজন। আমরা যখন জানতে পারবো যে কীভাবে শিখতে হয় তাহলে আমরা নিজেদেরকে আরো বহুদূর এগিয়ে নিতে পারবো। এজন্যই আমরা শিক্ষাক্রমে পরিবর্তন নিয়ে আসছি।
দুপুর বারোটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সেমিনারের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য ও ড. নাজনীন নাহার ইসলামের সঞ্চালনায় ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সেমিনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চবি প্রক্টর ড. নুরুল আজীম শিকদার।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রবন্ধ উপস্থাপন করেন চবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
এদিন চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী যা একাডেমিক ক্ষেত্রে দেশের প্রথম অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র।

জনপ্রিয়