
রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ আর রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মো. কামরুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ড ওই দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, অধ্যাপক মো. কামরুল ইসলাম দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত ছিলেন। তাকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
অপরদিকে অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে অধ্যক্ষ ছিলেন। তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।