ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা

আমাদের বার্তা, শেরপুর

প্রকাশিত: ১৮:৫৬, ১৯ জুন ২০২৩

সর্বশেষ

নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারি নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন বাইপাস এলাকায় নির্মাণাধীন চত্বরটি স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের নামে নামকরণ করার দাবিতে মানবন্ধন করেছেন শিক্ষার্থীরা। সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে গত রোববার দুপুরে নির্মাণাধীন চত্বরটি ঘিরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অভিজিৎ সাহার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ নাজমুল আহসানের ছোট ভাই সাদরুল আহসান মাসুম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, প্রাক্তন শিক্ষার্থী  মুনীরুজ্জামান, তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, পৌর শহরের সরকারি নাজমুল স্মৃতি কলেজ সংলগ্ন এলাকায় জেলার সবচাইতে বড় ও দৃষ্টিনন্দন একটি চত্বর নির্মাণ করা হচ্ছে। আমাদের দাবি এই চত্বরটি যেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের নামানুসারে 'শহীদ নাজমুল আহসান চত্বর' হিসেবে নামকরণ করা হয়।

জনপ্রিয়