ঢাকা শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জামায়াতের আমির শফিকুরসহ ৭২ জনের বিচার শুরু

জাতীয়

আদালত প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৩০, ৩ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

জামায়াতের আমির শফিকুরসহ ৭২ জনের বিচার শুরু

২০১২ খ্রিষ্টাব্দের রামপুরা থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলামসহ ৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ চার্জ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী এসএম কামাল উদ্দিন চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোজাম্মেল হোক খোকন জানান, মামলার সাক্ষ্যগ্রহনের জন্য ২৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, জামায়াতে ইসলামী আমির ড. শফিকুল রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।

২০১২ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর,  ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা করা হয়। মামলার প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিলো না। সম্মুরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

জনপ্রিয়