ঢাকা শনিবার, ১০ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ১০ মে ২০২৫

সর্বশেষ

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার

আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী  ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিনা ইসলাম কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । তিনি একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।

২০২০ খ্রিষ্টাব্দের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।

জনপ্রিয়