ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বইমেলার সময়সূচি 

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩

সর্বশেষ

বইমেলার সময়সূচি 

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা ২০২৩ চলছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে দর্শক, ক্রেতা ও পাঠকেরা রাত সাড়ে আটটার পরে মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না। ছুটির দিনে বেলা ১১টা থেকে মেলা শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে ‘শিশুপ্রহর’। 

গত সোমবার বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার সময়সূচি নিয়ে এসব তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। 

এবার ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা হবে। এবার বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

বাংলা একাডেমির তিনটি প্যাভিলিয়ন ও শিশু-কিশোর উপযোগী প্রকাশনা বিপণনের জন্য একটি স্টল রয়েছে প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে ‘শিশুপ্রহর’। প্রতিবারের মতো এবারের বইমেলাতেও চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার,  রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এসব পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে মেলার শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি।

গত ১ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে বিগত দুই বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি। তবে এবার ফেব্রুয়ারি প্রথম দিন থেকেই বইমেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জনপ্রিয়