
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা করেছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম।
ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে।’
সারজিস আলম আরও লিখেছেন, ‘আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’