ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিকদল

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৬, ১ মে ২০২৫

সর্বশেষ

সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিকদল

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি আজ বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি।  

বিএনপির এই মাঠের কর্মসূচিকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যৌথসভা ছাড়াও দলটির অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে নানা কর্মতৎপরতা চালাচ্ছে। ঢাকাসহ আশপাশের সব শ্রমিক সংগঠনকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।


দীর্ঘদিন পর এই মাঠের কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থানও জানান দেবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত হলেও সমাবেশে জাতীয় নির্বাচনের জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানাবে দলটি। এ বিষয়ে দলীয় নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

সমাবেশকে সামনে রেখে গতকাল নয়াপল্টনে শ্রমিক দল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচার চালাতে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ করা হয়েছে, ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। ঢাকার শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি।  

শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, এবারের মে দিবস হবে স্মরণীয়। তিনি বলেন, ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এবার ২০২৫ সালে তাদের পুত্র তারেক রহমানও সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখবেন।  

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক শ্রমিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হবে। এ সময় শ্রমজীবী মানুষের বাস্তব সমস্যা তুলে ধরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে বলেও জানান তিনি। 
 

জনপ্রিয়